বারুইপুরে কাশ্মীরি জঙ্গি,রাজ্যের বিরোধী দল নেতার অভিযোগ ওড়ালো পুলিশ

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  কাশ্মীরে  জঙ্গি হামলায় বাংলার ৩জন সহ মোট ২৬ জন পর্যটকে নিশংস হত্যার পর। বাংলায় অজ্ঞাত পরিচয় সন্দেহভাজনদের গা ঢাকা দেওয়া নিয়ে অভিযোগ তুলে তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট  করেছিলেন রাজ্যে বিরোধীদল নেতা শুভেন্দু অধিকার। মুলত তাঁর অভিযোগ ছিল, বারুইপুরের এক আবাসনের লুকিয়ে দুই কাশ্মীরি ।ছাদে এন্টেনা বসিয়ে রীতিমতো জঙ্গি নেটওয়ার্ক চালাচ্ছে। এমন চাঞ্চল্য কর খবর পাওয়ার পরই এবিষয় তদন্ত নামে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার সংবাদ মাধ্যমে জানান, ‘কাশ্মীরি নন, ওঁরা মধ্যপ্রদেশের বাসিন্দা। পেশায় ইঞ্জিনিয়ার। ব্যবসার জন্য বাড়ি ভাড়া করে জমি দেখছেন। সেখানে একটি আবাসন ভাড়া নিয়ে থাকেন। কারো কোন অপরাধমূলক কাজের ইতিহাস নেই।  সেই সাথে অযথা কেউ এভাবে জঙ্গি আতঙ্ক না ছড়ায়। সেই আবেদন করেন পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী।

 বৃহস্পতিবার বারইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী এদিন এক সাংবাদিক সম্মেলন করে জানান, “যাদের কথা বলা হয়েছে। তাঁরা কেউ কাশ্মীরি  নন, মধ্যপ্রদেশের বাসিন্দা। প্রাথমিক তদন্তে এদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের কোন প্রমাণ মেলেনি। তাঁরা ব্যবসার কাজে কয়েকদিন ধরে বারুইপুরে  এসে রয়েছেন। বাড়ির ছাদে বসানো এন্টেনা ইন্টারনেটের জন্য বসানো হয়েছে”। পাশাপাশি তিনি আরো জানান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের ভিত্তিতে তাঁরা সঙ্গে সঙ্গে ঘটনা তদন্ত শুরু করেন। তাদের  দুজনকে ডেকে পাঠানো হয় থানায়। বিস্তারিত তথ্য সংগ্রহ করে তা খতিয়ে দেখে সাংবাদিক বৈঠক করেন বারুইপুরের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি।পাশাপাশি তিনি আবেদন জানান,অযথা কেউ এভাবে জঙ্গী আতঙ্ক না ছড়ায়।

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *