
ONGC -প্রতীকী ছবি–
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দক্ষিণ ২৪ পরগনা বারুইপুরে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিপুল ভান্ডার রয়েছে বলে জল্পনা তুঙ্গে। বছর তিনেক আগেই এখানে মাটি পরীক্ষা করেছে ও এন জি সি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এখানে প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল মজুর থাকতে পারে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বেগমপুরে বিস্তীর্ণ এলাকা জুড়ে খনন কাজ শুরু করতে চলেছে ওএনজিসি। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে সংস্থাটি। যেমন কর্মী আধিকারিকদের থাকার জন্য ঘর, বড় কনফারেন্স হল এছাড়াও খনন কার্যের জন্য ব্যবহার করার প্রয়োজনীয় যন্ত্রপাতিও। কংক্রিটের রাস্তা তৈরি করা হচ্ছে। বেগমপুর পঞ্চায়েতের ২০০ কলোনি এলাকায় থেকে প্রায় এক কিলোমিটার ভিতরের দিকে ফাঁকা মাঠে প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের বিপুল ভান্ডার রয়েছে বলেই মনে করা হচ্ছে।। আর এই খনন কার্য করতে গিয়ে যে সমস্ত কৃষকদের জমি ওই এরিয়ার মধ্যেই পড়েছে আগে থেকেই তাঁদের কাছে জমি অধিগ্রহণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। তবে রাস্তা তৈরি হয়ে গেলেই আসবে রিক মেশিন বলে জানা গেছে।
এ বিষয়ে পঞ্চায়েতের তরফে সংবাদ মাধ্যমিকে জানানো হয়েছে, ওএনজিসি কর্তৃপক্ষ দাবি করেছে এখানে ১০০ শতাংশ ও প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের ভান্ডার রয়েছে। আর সেই কারণেই তারা খনন কাজকরতে প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য গত চার বছর আগেই দক্ষিণ চব্বিশ পরগণার পাশের জেলা উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের তোলা হয়েছিল।আর এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বেগমপুরে প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলনে কবরে শুনে আশায় বুক বেঁধেছে স্থানীয় বাসিন্দারা। বেশ কিছু এলাকা বাসিন্দা জানাচ্ছেন ,এখানে প্রাকৃতিক গ্যাস ও তেল পাওয়া গেলে। পুরো এলাকা ভোল একেবারে পাল্টে যাবে। অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবে। বাড়বে কর্মসংস্থান।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০