বাসন্তীতে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১ দুষ্কৃতী

রাজ্য

হিমাদ্রি শেখর মণ্ডল,বাংলার চাণক্য নিউজ, বাসন্তী :-  মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুস্কৃতিকে গ্ৰেফতার করল বাসন্তী থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে বাসন্তীর খরিমাচান এলাকা থেকে অম্বর সরদার নামে ওই ব্যক্তিকে গ্ৰেফতার করে পুলিশ ।ধৃতের কাছ  থেকে একটি ছোট অন সাটার বন্দুক ও কার্তুজ উদ্ধার করে পুলিশ ‌। ধৃত ব্যক্তিকে বুধবার আদালতে পেশ করে বাসন্তী থানার পক্ষ থেকে। তবে বাসন্তীতে এর আগেও বেশ কয়েকবার আগ্নেয় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন বহু দুষ্কৃতি আবার দেখা গেছে বাসন্তীতে অস্ত্র কারখানার হদিসও মিলেছিল। তবে পরপর এসটিএফ ও পুলিশের একের পর এক অভিযানে বাসন্তী এলাকা থেকে বোমা বন্দুক সহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র বারবার উদ্ধার হয়েছে। তবে একটা প্রশ্ন চিহ্ন বারবারই থেকে যাচ্ছে এত অস্ত্র আসছে কোথা থেকে ?
      সেই প্রশ্নের সদুত্তর জানতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ঘটনার তদন্ত চালানো হচ্ছে। মঙ্গলবার গভীর রাতের এই ঘটনার পর আবারও সাফল্য পেল বাসন্তী থানার পুলিশ। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *