
হিমাদ্রিশেখর মণ্ডল,বাংলার চাণক্য নিউজ -বাসন্তী :- ৩ এপ্রিল বৃহস্পতিবার বাসন্তী ব্লকের বড়িয়াতে প্রদীপ প্রজ্বলন এর মাধ্যমে ১০ম বর্ষের সর্বজনীন বাসন্তী পুজোর শুভ সূচনা করলেন বিশিষ্ট সমাজসেবী অরবিন্দ নস্কর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাধিপতি নীলিমা মিস্ত্রী বিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজা গাজী, এছাড়াও উপস্থিত ছিলেন তিন জন শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক অমল নায়েক, ভোলানাথ পান্ডে ও নিমাই মালী এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী তপু মাহাতো, চুনাখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান দিপালী বৈরাগী সরদার, উপ-প্রধান নরেশ চন্দ্র নস্কর, গ্রাম পঞ্চায়েত সদস্য অমৃত সরকার, অরুণ মণ্ডল, বাসন্তী পঞ্চায়েত সমিতির নারী শিশু কর্মাধ্যক্ষ শিখা সরদার, বিশিষ্ট সমাজসেবী কালিপদ সাউ, কৃষ্ণচন্দ্র মাহাতো, দুলাল মাহাতো, রণজিৎ মৃধা, শ্রীকান্ত বৈদ্য, সহ চুনাখালী গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যা বৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের বর্ণময় ব্যাক্তিত্বরা।

বাসন্তী পুজো কমিটির সভাপতি দেবাশীষ বৈরাগী বলেন, ‘২০১৬ সালে এই মেলার সূচনা করেন গোসাবার তৎকালীন বিধায়ক স্বর্গীয় জয়ন্ত নস্কর। সেই থেকে এই পুজো চলে আসছে। পরবর্তীতে তাঁরই সুযোগ্য পুত্র কলকাতা পুলিশের আধিকারিক বাপ্পাদিত্য নস্কর এই পুজোর হাল ধরেন। বর্তমান বৎসরে তিনি উপস্থিত থাকতে পারেননি। মহা অষ্টমীর শুভ সন্ধ্যায় তিনি আমাদের পুজো মন্ডপে উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন। সেজন্য নস্কর পরিবারের অন্যতম সদস্য অরবিন্দ নস্কর-এর হাত দিয়ে এই পুজোর উদ্বোধন করে আমরা সেই পরম্পরা বজায় রেখে চলেছি এবং আগামী দিনেও আমাদের পরবর্তী প্রজন্ম এই পরম্পরা বজায় রাখতে সচেষ্ট থাকবে।’ পুজা কমিটির সম্পাদক রামচন্দ্র সরদার ও কোষাধ্যক্ষ প্রদীপ সরদার বলেন, ‘আমরা উপস্থিত অতিথিদের কাছে একটি মুক্তমঞ্চ করে দেওয়ার দাবি জানিয়েছি। কারণ আমাদের প্রত্যন্ত এলাকায় গ্রামবাসীদের চাঁদার উপর ভিত্তি করে পুজার বাজেট করা হয়। মঞ্চ তৈরি করার জন্য আমাদের প্রচুর অর্থ ব্যয় হয়। তাই আমরা এই মঞ্চ তৈরির দাবি জানিয়েছি। তাহলে আগামীদিনে আমরা আরও বড়ো মাপের পুজোর আয়োজন করতে পারবো।’ এদিনের অনুষ্ঠানে দশটি মাটির প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই পুজার শুভ সুচনা হয়। উপস্থিত কয়েক হাজার মানুষ এই অনুষ্ঠানের দীর্ঘায়ু কামনা করে সহযোগিতা করার জন্য আয়োজক কমিটির সভাপতি দেবাশীষ বৈরাগী ও সম্পাদক রাম চন্দ্র সরদার সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০