বিনা ভোটেই রাজ্য বিজেপির নয়া সভাপতি পদে শমীক ভট্টাচার্য

রাজনীতি

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সমস্ত জল্পনা কল্পনার অবসান। পরল সিলমোহর। পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন শমিক ভট্টাচার্য। বুধবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে সভাপতি পদের মনোনয়ন জমা দেন।  সুকান্ত মজুমদারের পরবর্তী বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন শমিক ভট্টাচার্য তা শুধু সময়ের অপেক্ষামাত্র বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গত কয়েক মাস ধরেই চলছিল রাজ্য সভাপতি বদলের চর্চা ।দলের ভিতরেও বেশ কিছু নেতৃত্ব চাইছিলেন সামঞ্জস্যপূর্ণ ব্যালেন্স করে চলতে পারবেন এমন নেতা।  যিনি নতুন এবং পুরনো দুই দিক দৃঢ়তার সামলাতে পারবেন। আর সেই তালিকায় প্রথমেই যাঁর নাম ছিল তিনি হলেন রাজ্যসভার সংসদ এবং বিজেপি দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য।
দলীয় সূত্রে খবর , বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই রাজ্য সভাপতি পদে মনোনয়ন জমা দেন শ্রমিক ভট্টাচার্য। তবে এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিজেপি সূত্রে আরও খবর , এদিন পটাশপুরের ২০২১সালে বিধানসভা নির্বচনে বিজেপির টিকিটে প্রতিদ্ব ন্ধিতা করেছিলেন অম্বুজাক্ষ মোহান্তি। তিনি এদিন মনোনয়ন জমা দেন।তবে বিজেপির সাংগঠনিক নিয়ম অনুয়াযী সভাপতি পদপ্রার্থীর প্রস্তাবকের জন্য দশজন প্রদেশ পরিষদের সদস্যদের স্বাক্ষর প্রয়োজন হয় যদিও তাঁর মনোনয়নে ছিল না ফলে স্ক্রুটিনের সময় তা বাতিল হয়ে যায় বলে দলীয় সূত্রে খবর। আর অন্য কোন প্রার্থী  মনোয়ন জমা দেয়নি।ফলে স্বাভাবিক ভাবেই শ্রমিক ভট্টাচার্যের নাম বিজেপি রাজ্য সভাপতি পদে শুধু সময়ের অপেক্ষা মাত্র।
বেশ কয়েক মাস ধরেই বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবে এই নিয়ে  চর্চা যেমন চলেছে। তেমনি সুকান্ত মজুমদার বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিত্ব এবং বিজেপির ‘এক ব্যক্তি এক পদ’ নীতির নিরিখে তাঁর পদে থাকার বিষয়টি নিয়েও বারে বারে প্রশ্ন উঠেছিল। পাশাপাশি তৃণমূল থেকে আসা নেতাদের বিজেপির একেবারে পুরনো কর্মীদের সঙ্গে সমস্ত মতপার্থক্য দূর করতে পারবে এরকম যোগ্য নেতার খোঁজ শুরু করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। শেষমেষ শ্রমিক ভট্টাচার্যের মতো দীর্ঘদিনের নেতা এবং দলীয় কর্মীদের কাছে যার গ্রহণযোগ্যতা রয়েছে। তাকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত কার্যত বিরাট কৌশলী পদক্ষেপ বলেই মনে করছেন অভিজ্ঞ রাজনৈতিক  মহল।

পুরনো এব্ং নতুন  এই গোষ্ঠী দ্বন্দ্ব মিটিয়ে একেবারে বুথভিত্তিক সংগঠন চাঙ্গা করা। সেই সাথে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীকে একেবারে সঙ্গে নিয়ে নয়া সভাপতি ২০২৬শে বিধানসভা নির্বাচনের আগে কিভাবে সমন্বয়ে রেখে সংগঠনকে আরো শক্তিশালী করবেন সেটাই এখন দেখার।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *