বৃহস্পতিবার থেকে বঙ্গে টানা ৪দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি,বইবে কালবৈশাখী

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বৃহস্পতিবার থেকে শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে। কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কালবৈশাখী বইতে পারে। উত্তরবঙ্গের ঝড় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা পূর্ববাস থাকছে। মঙ্গল বুধ এবং বৃহস্পতি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। শুক্রবার থেকে উত্তরবঙ্গে ও বৃষ্টি বাড়বে তবে বৃষ্টির আগে পর্যন্ত দিনের বেলায় গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। আরো জানা গেছে, অসম ও হরিয়ানাতে দুই জোড়া ঘূর্ণাবর্ত আবদ্ধ রয়েছে। এছাড়া জোড়া অক্ষরেখার দাপট রয়েছে। মঙ্গলবারের পর বুধবার নতুন করে পশ্চিমের ঝঞ্ঝার উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ঢুকে পড়বে। আর এসবের কারণেই গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে অস্বস্তিকর তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে তার ভোল বদল হবে। রাতে তাপমাত্রা  তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎসহ  বৃষ্টি   সময় আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে যখন যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝড়ো হওয়া বইবে তার বেশ কিছুক্ষণ আগে হলুদ কমলা নানান ধরনের সর্তকতা জারি করা হবে। সেই সাথে সাধারণ মানুষকে  বেশ কিছু সতর্কতা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বিশেষ করে যারা নদীর ধারে বা যারা চাষবাসের কাজে যুক্ত তাদের বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আকাশে কালো মেঘ এবং বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এমনকি বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও জনসাধারনকে বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহারে পুরোপুরি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে ।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *