
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আবারও অশান্ত ভাঙ্গড়। রাতে তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠলো ।মৃত ব্যক্তির নাম রাজ্জাক খাঁ।বৃহস্পতিবার রাতে ভাঙ্গড়ের বিজয়গঞ্জ বাজারের কাছে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, রাজ্জাক খাঁ তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেতা। ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে তৃণমূল সূত্রের খবর। রাজনৈতিক কারণেই হামলা কিনা সে বিষয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিন রাতে তৃণমূল কর্মী সমর্থকরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। তৃণমূলের হয়ে এলাকায় দীর্ঘদিন ধরে সংগঠনের কাজ করতেন রাজ্জাক খাঁ। এছাড়াও তৃণমূল বিধানসভা কমিটির সদস্য ছিলেন তিনি। তবে তাঁর এই জনপ্রিয়তার জেরে এই হামলা বলে মনে করছেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা।
এদিন রাতে ঘটনা স্থলে আসেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি সংবাদমাধ্যমকে জানান, “নওশাদ সিদ্দিকীর মদতে খুন করা হয়েছে। বিকেল থেকে দুটো মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন রাজ্জাক। তাঁকে প্রথমে গুলি করে এরপর কুপিয়ে খুন করা হয়েছে। আসলে ভাঙ্গরে এলাকায় তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে বলে এইসব কাজ করছে ।পুলিশকে বলবো অবিলম্বে এই সমাজ বিরোধীদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে” ।
এই ঘটনার পরই এলাকায় নতুন করা যাতে অশান্তি না হয় সেই কারনে বাড়তি পুলিশ মতায়েন করা হয়।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:-৯১৫৩০৪৩৩৮০