
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভোরসকালে রাস্তায় এক যুবকের গলাকাটা দেহ উদ্ধারের ঘটনা তীব্র চাঞ্চল্য । দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে এক আত্মীয়র বাড়ির সামনের প্রকাশ্য রাস্তায় উদ্ধার হল এক যুবকের গলা কাটা দেহ। সোমবার সকালের দিকে সিংহের চক বকুলতলা এলাকায় দিলীপ নাইয়া(৩৩) মৃতদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে খবর দেয় স্থানীয় রায়দীঘি থানায়। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠায়। ঠিক কি কারনে কে বা কারা এই খুন করল এবং এই খুনের পিছনে কারইবা জড়িত? ইতিমধ্যে ঘটনার তদন্ত নেমেছে রায়দিঘী থানার পুলিশ। এদিকে এই ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
মৃত যুবকের পরিবারে তরফ থেকে জানানো হয়েছে প্রায় ৩ মাস আগে শ্রমিকের কাজ করার জন্য বাড়ি থেকে বাইরে গিয়েছিল দিলীপ। মাত্র কয়েকদিন আগেই সে বাড়ি ফেরে।
তবে পুলিশের তদন্তকারীরা মনে করছেন দিলীপ নাইয়ার ওপর ঘটনা অন্যত্র হতে পারে। সেক্ষেত্রে আহত অবস্থায় বাঁচার তাগিদে হাতড়ে হাতড়ে আত্মীয়র বাড়ির দিকে আসার চেষ্টা করেছিল সে কিন্তু পারেনি। তার আগেই রাস্তায় পড়ে মৃত্যু হয় দিলিপের। মৃতের পরিবারের অভিযোগ আগের দিন রাতে দিলীপকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁর গলা কেটে খুন করা হয়েছে।। কিন্তু এই ঘটনার নেপথ্যে কে কারা রয়েছে তা অজানা। সেই কারণেই এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের তদন্ত শুরু করেছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০