
তোতন দাস ,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পণ্য পরিবহনের ছোট গাড়ি। আর তার ভিতরে আলাদা গোপন চেম্বার ! সামনে সারিবদ্ধ মাছের কেট সাজানো যেন ভ্রনাক্ষরে কেউ আন্দাজই করতে পারবেনা । তবে আগে থেকেই মাদকচক্রের হদিস পেতে জাল পেতেছিল ডায়মন্ড হারবার পুলিশ জেলার মগরাহাট থানার পুলিশ। আর এতেই মিলল বড় সাফল্য। উদ্ধার হল ,প্রায় কোটি টাকার বেশি মূল্যের মাদক । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যাক্তিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , মাদক কারবারিরা তাদের সেভ করিডোর তৈরি করতে পারে ।বেশ কিছুদিন ধরেই এই রাস্তা ব্যবহার করছিল ।তবে তা বুঝতে খুব একটা দেরি হয়নি ডায়মন্ড হারবার পুলিশ জেলার শীর্ষ কর্তাদের। সন্দেহের কারণ থেকে শুরু হয় ট্রাকিং এর কাজ ।গোপন সূত্রে খবর পেয়েই মঙ্গলবার রাতে রীতিমতো বাছাই করা পুলিশ কর্মীদের নিয়ে শুরু হয় মগরাহাট থানার পুলিশের অভিযান ।মগরাহাটের ধামুয়া মাগুর পুকুর রোডে একের পর এক গাড়ি থামিয়ে চলে তল্লাশি। আর সে সময় এক পণ্য পরিবহনের ছোট গাড়ির চালককে পুলিশকর্মীরা জানতে চান ,কি নিয়ে যাওয়া হচ্ছে ,সে সময় সন্দেহবশত পুলিশ তল্লাশির কথা বললেই,গাড়ি চালক দৌড়ে পালিয়ে যায় । ফলে পুলিশের সন্দেহ আরও গাঢ় হয়। গাড়িতে শুরু হয় তল্লাশি। গাড়ির পিছনের দরজা খুলতেই দেখা যায় পরপর মাছের কেট । আর সেগুলোকে সরানোর পরই ,গাড়ির মধ্যে গোপন চেম্বারের । সেটা ভাঙতেই বেরিয়ে আসে,থরে থরে মাদকের প্যাকেট। পুলিশ সূত্রে জানা গেছে, এদিনের এই অভিযানে প্রায় কয়েক কুইন্টাল মাদক উদ্ধার হয়েছে।যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকার বেশি বলে মনে করছেন অভিজ্ঞ তদন্তকারীরা। গাড়ি থেকে আটক ব্যক্তিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তবে তদন্তকারী সূত্রের খবর উড়িষ্যা থেকে ওই মাদক নিয়ে আসা হচ্ছিল ।অভিজ্ঞ তদন্তকারীর আরো জানার চেষ্টা করছেন,কোথায় এই বিপুল পরিমান মাদক নিয়ে যাওয়া হচ্ছিল? এই কারবারের সঙ্গে কে বা কারা জড়িত আছে। এটা কি আন্ত রাজ্য পাচার চক্র,ঘটনা।এর বিস্তৃতি কতদূর পর্যন্ত।তদন্তে শিকড় পর্যন্ত পৌঁছতে চাইছেন অভিজ্ঞ তদন্তকারীরা। এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে জানান, “প্রাথমিক ভাবে পেলাম,সেটাতে আমরা সন্দেহ করছি ওটা নিষিদ্ধ মাদক আছে।গাঁজা হওয়ার সম্ভবনা প্রবল।পরে আমাদের বিভিন্ন প্রসিডিওর আছে সেগুলি করব।মগরাহাট থানার ওসির নেতৃত্ব পুলিশকর্মীরা লাগাতার ট্র্যাক করার চেষ্টা করছিল।এখানে একটা রুট আছে ।যেগুলিকে আমরা ট্র্যাক ডাউন করার চেষ্টা করছি বিভিন্ন মাদক দ্রব্যের উপরে।আজকে একটা বড় সাফল্য আমাদের টিম পেয়েছে”।তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে সংবাদমাধ্যমে বিস্তারিত বলতে চাননি।
ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন :-৯১৫৩০৪৩৩৮০