
প্রতীকী ছবি:-
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ব্রেন ডেথ হওয়া যুবকের অঙ্গদানে নতুন জীবন ফিরে পেলেন ৪জন ।পাশাপাশি দৃষ্টিশক্তি ফিরে পেতে চলেছেন আরো দুজন। জানা গেছে, ট্রাক দুর্ঘটনায় জয়েশ লক্ষ্মী শঙ্কর জয়সয়াল(২৫) গুরুতর আহত ছিলেন। সম্প্রতি তাঁর ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিৎসকরা ।এরপরই তাঁর পরিবারের সদস্যরা মরণোত্তর অঙ্গদানের সিদ্ধান্ত নেন। তাঁর অঙ্গ ইতিমধ্যে ছয় জনের শরীরে প্রতিস্থাপন করা হয়।
১৪/০৫/২০২৫ কোলকাতার এক বেসরকারি হাসপাতালে ‘জয়েশে’র গুরুত্বপূর্ণ অঙ্গ চারজনের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। কোলকাতার এক বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জয়েশের চিকিৎসকরা তাঁর ব্রেন ডেথ ঘোষণা করেন। এরপরই জয়েশেরে পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর ফুসফুস, লিভার সেই সাথে একটি কিডনি ওই বেসরকারী হাসপাতালে দান করা হয়। পাশাপাশি অন্য কিডনিটি দান করা হয়েছে পিজি হাসপাতালে। সেই সাথে জানা গেছে, জয়শের কর্নিয়া দান করা হয়েছে কোলকাতার বেসরকারি চক্ষু হাসপাতালে।হাসপাতাল সূত্রে জানা গেছে গত ৮ই মে জয়েশ যখন রাতে দমদমের কাশীপুরের বাড়িতে ফিরছিলেন আর সে সময় এক ট্রাক তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকেঁ আরজিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের উদ্যোগে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, জয়েশের মস্তিষ্কের গুরুত্ব আঘাতের কারণে তাঁর ব্রেন ডেথ হয়েছে বলে জানান চিকিৎসকরা। সন্তানকে হারিয়ে গভীর শোকে আছন্ন ছিলেন জয়েশএর পরিবার। তবে জয়শের অঙ্গ একাধিক মুমূর্ষু রোগীর শরীরে তা প্রতিস্থাপন করে তাদের মধ্যেই বেঁচে থাকবেন আদরের ‘জয়েশ’ এমনই প্রস্তাব পাওয়ার পরই কর্তৃপক্ষের এমন প্রস্তাব ফিরিয়ে দিতে পারিনি জয়েশের পরিবার। অঙ্গদানের সম্মতি হন তাঁরা।
জানা গেছে, তাঁর ফুসফুস প্রতিস্থাপন করা হয় ২২ বছর বয়সী এক ছাত্রীর শরীরে। লিভার প্রতিস্থাপন করা হয়েছে ৬৫ বছরের এক বৃদ্ধের দেহে, ৩৬ বছরের মহিলার শরীরে প্রতিস্থাপন করা হয়েছে একটি কিডনি। পাশাপাশি আরেকটি কিডনি ৪৭ বছরের এক মহিলার দেহে প্রতিস্থাপন করা হয়। সেই সাথে দুটি কর্নিয়া সংরক্ষণ করা হয়েছে কোলকাতার এক বেসরকারি চক্ষু হাসপাতালে।চিকিৎসকরা বলছেন, ‘সঠিক ভাবে অঙ্গদান করা গেলে বহু মানুষের জীবন ফিরিয়ে দেওয়া যেত।মরণোত্তর অঙ্গদানের প্রয়োজনীতা বিষয় আমাদের জনসচেতনতার খামতি রয়েছে।এই মরণোত্তর অঙ্গদানের বিষয় সমস্ত স্তরের মানুষজনকে আরও এগিয়ে আসতে হবে।জয়েশের এই মহান দান সমাজের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকল’।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০