
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নার্সের রহস্য মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ করেছিলেন স্বামী।আর সেই ঘটনায় এবার গ্রেপ্তার হলেন স্বামী।ডায়মন্ডহারবার পুলিশ জেলার মহেশতলায় নার্সের মৃত্যুর ঘটনার তদন্তে বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় স্বামী নাসের আলিকে গ্রেফতার করলপুলিশ ।
গত ৫ই জুলাই মহেশতলার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিল্পী বিবির গলায় ওড়না পেঁচানো দেহ উদ্ধার হয়। ঘটনার দিন শিল্পী বিবির স্বামী বাইরে ছিলেন। রাত দুটো নাগাদ স্বামীকে খুঁজতে বের হন তিনি। এরপর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। গভীর রাতে বাড়ির খুব কাছে ঢিল ছোঁড়া দূরত্বে পাড়ার গলিতে মেলে তাঁর দেহ। এই ঘটনায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে গ্রেপ্তার হলেন ওই মহিলার স্বামী নাসির শেখ ।
পুলিশ সূত্রের জানা গেছে, মৃতার পরিবারের তরফে যেমন খুনের অভিযোগ ছিল।পাশাপাশি ময়না তদন্ত রিপোর্টের প্রমাণ মিলেছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । প্রথম থেকেই তদন্তকারীদের স্ক্যানারে ছিলেন মৃতার স্বামী।এছাড়াও সিসিটিভি ফুটেজ সেগুলি যেমন খতিয়ে দেখা হয়েছিল।এর সঙ্গে জিজ্ঞাসাবাদ করার সময় তাঁর বয়ানে একাধিক অসংগতি মিলেছে। এছাড়াও জানা গেছে, মৃত্যু আগে স্বামীর সঙ্গে শেষবার কি কথা হয়েছিল নার্সের? ঘটনার সময় গভীর রাতে স্বামী ঠিক কোথায় ছিলেন?এই প্রশ্নে এখনও স্পষ্ট নয় তদন্তকারীরা।সেই সঙ্গে স্ত্রীর সঙ্গে শেষবার কি কথা হয়েছিল তাও খুটিয়ে জানতে চাইছেন তদন্তকারীরা ।পাশাপাশি মৃতের পরিবারের অভিযোগ পরিকল্পনা করে খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। দোষীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ।তবে অভিজ্ঞ তদন্তকারীরা মনে করছেন, ধৃতকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কারা জড়িত আছে তার খোঁজ পেতে চাইছেন ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০