মাঝ গঙ্গায় ঝাঁপ দিল দম্পতি ! লঞ্চ কর্মীদের তৎপরতায় জীবিত উদ্ধার ২ জন  

রাজ্য

প্রতীকী ছবি:-

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-হাওড়া সালকিয়া বাদাঘাট থেকে উঠেছিলেন লঞ্চে। ভূতল পরিবহনের টিকিট ছিল কোলকাতা আহিরীটোলা  পর্যন্ত। যদি মাঝ গঙ্গা লঞ্চ যখন আসে। সেই সময় ঘটে যায় ভয়ংকর কান্ড। স্বামী স্ত্রী এক সঙ্গে ঝাঁপ দেন গঙ্গায়। যদিও লঞ্চকর্মীদের তৎপরতায় শেষ পর্যন্ত মৃত্যু এড়ানো গিয়েছে ।জল থেকে তুলে এনে চলে চিকিৎসা।

সূত্রের খবর। লিলুয়া ভট্টনগরের বাসিন্দা ওই দম্পতির। একমাত্র মেয়ে, কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে। তাঁর এই অকালে চলে যাওয়ায় কিছুতেই মেনে নিতে পারছিলেন না।মানসিক অবসাদে ভুগছিলেন দুজন। তবে সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ওই দম্পতি বলে মনে করা হচ্ছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সালকিয়া বাধাঘাট থেকে ভূতল পরিবহনের লঞ্চে কোলকাতার আহারিটোলা যাওয়ার জন্য উঠেছিলেন ওই দম্পতি। মাঝগঙ্গা আসতেই একসঙ্গে দুজনে ঝাঁপ দিয়ে দেন গঙ্গায়।এই দৃশ্য দেখেই তৎক্ষণাৎ লঞ্চের কর্মীরাও ঝাঁপ দেন গঙ্গায়। সেফটি টায়ারের মাধ্যমে  উদ্ধার করেন দুইজনকে। এদিকে আচমকাই দম্পতির এই ঘটনার পর লঞ্চের ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অন্য যাত্রীদের মধ্যে  ।ঘটনা খবর পেয়ে আসে মালি পাঁচঘড়া থানার পুলিশ। দম্পতিকে প্রাথমিক চিকিৎসা করানো হয়।দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ পাশাপাশি তাঁর পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলছেন পুলিশ বলে জানা গিয়েছে।

advt

advt

advt

advt

advt

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *