মিনাখাঁয় বেপরোয়া বাসের ধাক্কা পরপর ভ্যান-বাইকে,ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২

রাজ্য

প্রতীকী ছবি—–

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- মঙ্গলবার সকালে বড়সড় কত দুর্ঘটনা ঘটে গেল উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক বাইক,সাইকেল, মোটর ভ্যানকে ধাক্কা মারলো যাত্রীবাহী বাস। ঘটনায় দুইজনে মৃত্যু হয়েছে, আহত প্রায় ১০ জন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল ছাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাসন্তী হাইওয়ের উপর এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে ১৬/১ রুটের বাস এদিন একের পর এক বাইক, মোটর ভ্যান ব্যাটারি চালিত ভ্যান এবং সাইকেলকে ধাক্কা মারে। বাসটি বসিরহাটের সরবেড়িয়া থেকে কোলকাতা দিকে যাচ্ছিল। সে সময় নেপাল মোড় এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে  একেরপর এক যানবাহন গুলিকে ধাক্কা মারতে মারতে শেষমেষ রাস্তার পাশে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে বাসটি দাঁড়িয়ে যায়। দূঘটনা জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। সেই সাথে বহু বাসযাত্রী আহত হন।আহতদের  উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায়  তাঁদের কোলকাতায় স্থানান্তরিত করা হয়। পরে জানা গিয়েছে, আরো একজনের মৃত্যু হয়। আর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে  এলাকায় রাস্তার অবরোধের পাশাপাশি চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও কোন ট্রাফিক পুলিশ থাকেনা। যান চলাচল নিয়ন্ত্রণের জন্য নেই কোন ব্যবস্থায় । সেই জন্য পরপর এই দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি বিক্ষোভকারিরা দাবি করেন, অবিলম্বে ট্রাফিক পুলিশ মোতায়ন করতে হবে এই এলাকায়। ঘটনায় ইতিমধ্যে বাসের চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।  

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *