রাজ্যে এবার গড়ে উঠতে চলেছে ২৫ একর জমিতে ‘বিশ্ব অঙ্গন’-বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কর্মসংস্থানের লক্ষ্যে এবার রাজ্যে শিল্পায়নের বড় পদক্ষেপ। জমি পাশাপাশি শিল্প করতে দেওয়া হল প্রয়োজনীয় ছাড়পত্র। ক্ষুদ্র মাঝারি শিল্পের সঙ্গে নিউ টাউন এলাকায় গড়ে তোলা হবে আন্তর্জাতিক মানের তথ্য,প্রযুক্তি, বিনোদন এবং সংস্কৃতি পার্ক।
আজ বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘হিটকোর সঙ্গে পিপিপি মডেলে নিউটন এলাকায় ২৫ একর জমিতে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি। এন্টারটেইনমেন্ট এন্ড কালচলার পার্ক তৈরি করা হবে। বাংলায় এর নাম ‘বিশ্ব অঙ্গন’। সরকারের দিক থেকে এর জন্য যা যা প্রয়োজনতার সবকিছুই বুধবার করে দেওয়া হয়েছে। এখানে আন্তর্জাতিক মানের প্রচুর অনুষ্ঠান হবে’। শিল্পায়নকে এগিয়ে নিয়ে যেতে এর আগে ও রাজ্যের তরফ থেকে একাধিক জায়গা চিহ্নিত করে সেখানে তৈরি করা হয়েছে প্রয়োজনীয় কাঠামো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, ‘পুরুলিয়া, বর্ধমান, দুর্গাপুর সহ আরো কয়েকটি জেলায় ১০ টি ইন্ডাস্ট্রিয়াল প্লট এ শিল্প গড়ে তুলতে বিভিন্ন সংস্থাকে বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ২৫১৫ একর জমিতে বিনিয়োগ করা হবে ২৫,০০০ কোটিও বেশি টাকা । এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৭০,০০০ কর্মসংস্থান হবে। এগুলি অধিকাংশই স্কিল ইন্ডাস্ট্রি বলে জানান তিনি। সেই সাথে স্বনির্ভর গোষ্ঠীর উন্নতির জন্য নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ । এই গোষ্ঠী যাতে তাদের উৎপাদিত পণ্য আরো বেশি বাজারজাত্ করতে পারে সেজন্য ২৩ টা জেলায় ২৩টি শপিং মল তৈরি করা হবে। রাজ্যের জমি দিলেও মল তৈরির করবে বেসরকারি সংস্থা। সেখানে দুটি তলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকবে। পাশাপাশি এই দিন মুখ্যমন্ত্রী আরও জানান,’ দিঘাতেও জমি খোঁজা হচ্ছে বড়বাজার তৈরি করার জন্য’। সেই সাথে তিনি জানান আগামী সপ্তাহে প্রশাসনিক কাজের তিন দিনের উত্তরবঙ্গ সফরে যাবেন।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *