
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাজ্যে জাল ওষুধের হদিশ হাওড়া আমতায়। নকল ওষুধ চক্রের খোঁজ মিলল। এই ঘটনাকে ওষুধ সরবরাহকারী সংস্থার মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ওই ওষুধগুলি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। সূত্রের খবর নকল ওষুধ ওই গুদামে বলে গোপন সূত্রে খবর পেয়ে আচমকাই ওই গোডাউনে হানাদেয় ড্রাগ কন্ট্রোল দপ্তরের আধিকারিকরা বলে জানা গিয়েছে। আরও জানা গেছে, প্রায় ১৭লক্ষ টাকার বেশি ওষুধ ছিল জানা গেছে।এই হোলসেলার মালিক জাল ওষুধ আমতায় এনেছিল বিহারের পাটনা থেকে। ইতিমধ্যে গোডাউনের জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গেছে, কিউবার কোড জাল করে নামী কোম্পানির ওষুধের উপর লাগিয়ে চলেছিল এই ধরনের প্রতারণা। সংস্থার মালিক বাবলু মল্লিকে শুক্রবার উলুবেরিয়া আদালতে পেশ করা হয়। জানা গেছে সংশ্লিষ্ট এজেন্সির অফিস সিল করে দেওয়া হয়েছে। তদন্তের জন্য বেশ কিছু নথি সংগ্রহ করেন আধিকারিকরা ।
সম্প্রতি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এর সরবরাহ করা রিংগার ল্যাকটেট স্যালাইন নিয়ে উঠেছিল তীব্র বিতর্ক ।মেদিনীপুর মেডিকেল কলেজে প্রস্তুতি মৃত্যুর ঘটনার পরই আরো জোরালো হয় এই বিতর্ক। এর আগে কোলকাতায় জীবনদায়ী ওষুধের জালচক্রের পর্দা ফাঁস হয়। সে সময় প্রায় সাড়ে ছয় কোটি টাকার জাল ওষুধ উদ্ধার হয়ে হয়েছিল।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০