রোবটে করবে অপারেশন এবার সরকারি হাসপাতালেও

স্বাস্থ্য

সংগৃহীত প্রতীকী ছবি——

তোতন দাস, বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পশ্চিমবঙ্গের প্রথম কোন সরকারি হাসপাতালে অস্ত্রপচারের জন্য বসতে চলেছে  রোবট।হ্যাঁ ঠিকই শুনছেন, এবার পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে মধ্যে এই প্রথম রোবটিক সার্জারি রোবট বসতে চলেছে গর্বের এসএসকেএম হাসপাতালে। বিভিন্ন সংবাদ মাধ্যম ইতিমধ্যে খবরও করেছেন এবিষয়ে। কেমব্রিজ মেডিকেল রিসার্চ নামের এক ব্রিটেনের কোম্পানি এই রোবট খুব তাড়াতাড়ি বসাতে চলেছে পশ্চিমবঙ্গের এসএসকেএম হাসপাতালে। তবে স্বাস্থ্যভবন সূত্রে জানা গেছে, এবিষয় দরপত্র হয়ে গেছে।এছাড়া বিভিন্ন ট্যাক্স সহ খরচ পড়বে প্রায় ৬কোটি ৪৪ লাখ টাকা।

 ইউরোলজি, শল্য, হৃদরোগ, গ্যাস্ট্রোএন্ট্রোলজি, স্ত্রীরোগ, বক্ষ রোগ, কিডনি এবং হেড এন্ড নেক, স্তন, কোলন ক্যান্সারের জটিল অস্ত্র প্রচারের রোবটিক সার্জারি। ইতিমধ্যে এই রোবটিক সার্জারি সারা বিশ্বজুড়ে ক্রমশ প্রয়োজনীয় হয়ে উঠেছে। এরমধ্যে বিগত কয়েক বছর আগেই বেশ কিছু বেসরকারি সংস্থাগুলো ইতিমধ্যে তাদের রোবটিক সার্জারি শুরু করে দিয়েছে তবে সেখানে খরচ লক্ষ লক্ষ টাকা,যা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং প্রান্তিক মানুষের পক্ষে মোটেও সম্ভব নয়। আর সে কথা ভেবেই এবার পশ্চিমবঙ্গের এসএসকেএম হাসপাতালে সার্জারির জন্য রোবট বসাতে চলেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে আরো জানা গেছে, বছর দুয়েক আগে থেকেই রোবোটিক সার্জারির  পরিকাঠামো শুরু হয়েছে এসএসকেএম এ।
রোবটিক সার্জারি ঠিক কি?কেন এই রোবট ব্যবহার করা হয়। রোবটের ঠিক কি আছে? বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের রোবটে আছে মোট পাঁচটা হাত, একটা  থাকবে ক্যামেরা, বাকি চারটে হাতে সে করবে প্রস্টেট, কিডনি এবং গাইনোকোলজি, হিডেননেক সার্জারির মত জটিল অস্ত্রোপচার গুলি।এমনি সার্জারিতে যে সময় লাগে এক্ষেত্রে অনেক কম সময়ে নিখুঁত জটিল অস্ত্রপচার সম্ভব হবে।রক্তক্ষরণ তুলনা মুলক অনেকটাই কম হবে।অভিজ্ঞ চিকিৎসক মহলের একাংশ মনে করছেন, কোলকাতার এসএসকেএম এই রোবট বসানোর পর ধীরে ধীরে তা রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ গুলিতে বসাতে পারে।ফলে ধরে নেওয়া যায় যে, অদূর ভবিষ্যৎতে এই রোবটিক সার্জারির ব্যাপক প্রসার ঘটতে চলছে এই বাংলায়। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:-৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *