
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কৃষি ক্ষেত থেকে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। জমি সংক্রান্ত বিবাদের জেরে তাঁকে খুন করা হয়েছে অভিযোগ পরিবারের তরফে। মৃত ওই কৃষকের নাম বাবলু মোল্লা। ঘটনা কি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড়ে ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ ওস্থানীয় সূত্রে জানা গিয়েছে ,মৃত ওই কৃষকের বাড়ি ভাঙ্গর ২ নম্বর ব্লকের পোলেরহাট থানা এলাকার পাইকানে ।শনিবার নিজের জমিতে চাষের কাজে গিয়েছিলেন ওই কৃষক। রাত হয়ে গেল সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন চিন্তিত ছিলেন।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহে একাধিক আঘাত রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল, তারাই খুন করেছে বলে মৃতের দাদা শাহাবুদ্দিন মোল্লার অভিযোগ করেন। এদিন খবর পেয়েই ঘটনাস্থলে যান ভাঙ্গরের পর্যবেক্ষক তৃণমূল নেতা শওকত মোল্লা। সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, ‘মৃত কৃষক তাদের সক্রিয় কর্মী ছিলেন। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন’। ঘটনাস্থল ঘিরে দিয়েছে পুলিশ কোলকাতা পুলিশের ডগস্কোয়াড নিয়ে যাওয়া হয় এদিন। পুলিশ সূত্রে প্রথমিক ভাবে জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন মনে করছেন অভিজ্ঞ তদন্তকারীরা ।পাশাপাশি খুনের নেপথ্যে অন্য কোন কারন আছে কিনা সে বিষয় গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০