লুটে বাধা দেওয়ায় দুস্কৃতীদের গুলিতে দক্ষিণ২৪পরগণার বিষ্ণুপুরে যুবকের মূত্যু !

রাজ্য

প্রতীকী ছবি

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে ডায়মণ্ডহারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানা এলাকার পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের ধাড়াপাড়ায়। মৃত ওই যুবকের নাম গোবিন্দ পাঁজা ৩২। জানা গেছে, রবিবার রাতে স্থানীয় ব্যবসায়ী শংকর ধাড়ার বাড়ির থেকে নগদ কয়েক লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা। আর সেই সময় ওই যুবক বাধা দিয়েছিল বলে জানায় এলাকার বাসিন্দারা। তার জেরে ঘটনা বলে দাবি স্থানীয়দের। তবে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর থানার পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের ধাড়াপাড়ায়,  স্থানীয় মুরগি ব্যবসায়ী শঙ্কর ধারা। রবিবার রাতে কর্মচারী দেবাসিক প্রামানিক টাকা দিতে এসেছিলেন তাঁকে। সেই সময় ওই ব্যবসায়ীর বাড়ির পাশের কলাবাগান থেকে ওই চার দুষ্কৃতী প্রথমে গুলি ছুঁড়ে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা শব্দ পেয়ে দুষ্কৃতীদের ধরতে রাস্তায় জড়ো হতে শুরু করে। তখনপালানোর সময় স্থানীয়দের বাধার মুখে পরে গুলি চালায় দুষ্কৃতীরা। আর সেই গুলি বুকে লাগে স্থানীয় বাসিন্দা গোবিন্দ পাঁজা নামে এক যুবকের । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে গোবিন্দ। সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য কোলকাতায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় মানুষজন প্রশ্ন তুলতে শুরু করেছেন। এলাকার মাত্র এক কিলোমিটারের মধ্যে রয়েছে নেপালগঞ্জ পুলিশ ফাড়ি তা সত্ত্বেও কিভাবে দুষ্কৃতীরা এই কাজ করতে পারে। ইতিমধ্যে বিষ্ণুপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে । দুস্কৃতিদের খোঁজে এলাকা জুড়ে চলছে তল্লাশি। সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাইক চড়ে মুখে মাস্ক পড়ে এসেছিল ওই চারজন দুস্কৃতি। এই বিষয় ব্যবসায়িক শঙ্কর ধারা সংবাদ মাধ্যমে জানান,  “এক মাস আগেও তার দোকান থেকে টাকা লুট করা হয়। সে সময় মাথায় আগ্নেয়াস্ত ঠেকিয়ে বেশ কয়েক লক্ষ টাকা লুট হয়েছিল। আরএবার তার বাড়ি থেকে লুট হয়েছে প্রায় ছয় লক্ষ টাকা”।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনে জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *