
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮০০ মেগাওটের দুটো ইউনিট গড়ে তুলতে ১৬ হাজার কোটি টাকা লগ্নী করেছেন সজ্জন জিন্দালের জেএসডাব্লিউ এনার্জি। এদিন শালবনীতে শিলান্যাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জিন্দাল গোষ্ঠীর শীর্যকর্তারা।
এদিন এই অনুষ্ঠানে তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এটা বাংলার জন্য ঐতিহাসিক প্রকল্প। এর আগে রাজ্যে এমনটা কখনো হয়নি। আগে লোকে বলত,লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার। এই প্রকল্পের কারণে পরবর্তী ১০০ বছরে বিদ্যুতের সমস্যা হবে না রাজ্যে। পাশাপাশি তিনি বলেন, পূর্ব ভারতে এত বড় প্রকল্প আগে হয়নি। সব মিলিয়ে প্রায় ১৫ হাজার মানুষ কাজ পাবেন। আরো বিদ্যুৎ প্রকল্প হচ্ছে। বাংলার এটা ঐতিহাসিক প্রকল্প, শালবনীর তাপবিদ্যুৎ কেন্দ্রে এই রাজ্যের ২৩টা জেলায় উপকৃত হবে। ১৫ হাজার মানুষজনের কর্মসংস্থান হবে। ১৬০০০ কোটি টাকা খরচ হবে”। সেই সাথে তিনি জানিয়ে দেন। আগামীকাল সোলার প্ল্যান্টের উদ্বোধন করবেন। এদিন তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলারন্যাশের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সজ্জন জিন্দাল ২০০০একর শিল্পপার্কের শিলান্যাশ করলেন।এদিন মুখ্যমন্ত্রী বলেন, “ আমার সব সমালোচনা করতে পারেন। কিন্তু আমায় উপেক্ষা করতে পারবেন না।আগে বলা হতো লোডশেডিং এর সরকার আর নেই দরকার এখন ২৪ ঘন্টায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। আরো দুটো তাপবিদ্যুৎ কেন্দ্র হবে জিন্দালদের। বাংলায় ছয়টি ইকোনমিক কড়িডোর হয়েছে। শুধু পশ্চিম মেদিনীপুরেই৩৭০০ কোটি টাকা ব্যয় হয়েছে। দেউচা পাঁচামিতে বিশাল কোল ব্লক তৈরি হচ্ছে। এক লক্ষ কর্মসংস্থান হবে। ৩০ তারিখ জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে দীঘায়। পুরুলিয়ার রঘুনাথপুরে পাঁচটি বড় কোম্পানি বিনিয়োগ করবে”। আজকে মুখ্যমন্ত্রীর মন্তব্যে আগামী দিনে সমগ্র বাংলা জুডে বিপুল কর্মসংস্থান হবে বাংলায়, এমন আশায় চাকরীপ্রার্থীরা।

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০