
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কোলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন লাগলো এবার ইএসআই হাসপাতালে। দমকলের দশটি ইঞ্জিন আগুন মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডের ঘটনা এখন পর্যন্ত কোন হত্যার খবর নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।শুক্রবার১৮/১০/২০২৪ সকাল পাঁচটা নাগাদ হাসপাতালের দোতলার ঘর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসতে দেখেই সঙ্গে সঙ্গে দমকল কি খবর দেওয়া হয় হাসপাতালের কর্মীরা। এর পরই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দশটি ইঞ্জিন।
দমকলের তরফ থেকে জানানো হয় ৭ টা ৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ইএসআই হাসপাতালে মোট ৮০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।
একেবারে সকালবেলায় হাসপাতালে আগুন লাগার ফলে অনেক রোগী সে সময় ঘুমিয়ে ছিলেন। তবে ওই পরিস্থিতিতে প্রায় অধিকাংশ রোগীকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসা হয়। তবে হতাহতের ঘটনা না থাকলেও ঘটনা না ঘটলেও হাসপাতালের পরিকাঠাম ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কি কারনে আগুনের ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়। আগুন লাগার খবর পেয়েই সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু পাশাপাশি দমকল কর্মীদের সাহসিকতার এদিন তিনি প্রশংসা করেন।সেই সঙ্গে বেশ কিছু চিকিৎসাধীন রোগীকে মানিকতলা ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন:- ৯৭৩২৫২০৩৮২/৯১৫৩০৪৩৩৮০