শুরু হল ৩৫ তম সোনারপুর বইমেলা

অন্যান্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর রেল কোয়াটার প্রাঙ্গণে শুক্রবার, ৬ ডিসেম্বর শুরু হলো সোনারপুর বইমেলার । এ বছর সোনারপুর বইমেলা ৩৫ বছরে পদার্পণ করল এবারের থিম দার্জিলিং।
সোনারপুর বইমেলা শুরু হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা দিয়ে। রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে সোনারপুর বইমেলা পৌঁছে গেল দার্জিলিংয়ে। বইমেলার উদ্বোধন করলেন দার্জিলিং এর বিশিষ্ট কবি বিমল লামা। তাঁর সঙ্গে ছিলেন অধ্যাপিকা সাবিনা রাই, আইনজীবী শংকর দলপতি, বিশিষ্ট সরকারি আধিকারিক সুদর্শন দাস প্রমুখ। স্বাগত ভাষণ দেন সোনারপুর থানা সমন্বয় কমিটির সম্পাদক তথা বইমেলা কমিটির সম্পাদক সত্যব্রত পাল।
এবারের বই মেলায়  ৭০ টি প্রকাশনী সংস্থা অংশ নিচ্ছে। মেলায় ক্ষুদ্রপত্র পত্রিকা জন্য রাখা হয়েছে বিশেষ স্টল। মেলায় আলাদা ফুড প্যাভিলিয়ন, হস্ত শিল্প প্যাভিলিয়ন রাখা হয়েছে। এবছর কণিকা মজুমদার, সুচিত্রা মিত্র, সলিল চৌধুরী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের শতবর্ষ উদযাপিত হচ্ছে। মূলমঞ্চ সুচিত্রা – কণিকা মঞ্চ নাম করণ করা হয়েছে। মঞ্চের বাইরের মুক্ত মঞ্চের নামকরণ করা হয়েছে সলিল চৌধুরী মঞ্চ। বইমেলা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। মূল মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *