শুরু হল ৪৮তম আন্তর্জাতিক কোলকাতা বইমেলা

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আজ থেকে শুরু হল ৪৮ তম আন্তর্জাতিক কোলকাতা বইমেলা ।চলবে ৯ই ফেব্রুয়ারী পর্যন্ত।এবার থিম কান্ট্রি জার্মান ।মেলা প্রাঙ্গন করুণাময়ী (সেন্ট্রাল পার্ক)।প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এই মেলা প্রাঙ্গণ।এবছর বই মেলায় প্রায় হাজারেরও বেশি বইয়ের স্টল ।এদিন কোলকাতা বইমেলার উদ্বোধন করলেন  মুখ্যমন্ত্রী বন্দোপাধ্যায় সঙ্গে ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, সাংসদ বিধায়ক, লেখক এবং শিল্পীরা।
এদিন বইমেলা উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ আমি ফ্রাঙ্কফুট বইমেলাও দেখেছি। বিদেশের মধ্যে সেরা হল কোলকাতা বইমেলা। এই মেলা আমাদের গর্ব। বইমেলা আমাদের হৃদয়ের উৎস স্থল থেকে উৎসারিত এক সরণি ।এই মেলা কে আমরা বলি বই বৃক্ষ। বৃক্ষ যেমন হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকে, নিঃশব্দে, কখনো পাতা শব্দ শুনি। অন্যদিকে বই কথা বলে। বই কিন্তু দেখতে পায়’। ডিজিটালের যুগেও বই বিক্রির হার এবং মেলায় রেকর্ড ভাঙ্গা ভিড় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যতই ডিজিটাল আসুক। জনপ্রিয় হোক, বই কিন্তু কেউ ভুলতে পারবেনা ।যে বাড়িতে বই সাজানো থাকে না, কি রকম যেন লাগে। বই সাজানোর জন্য নয়। হৃদয়ের ডেকোরেশনের জন্য। তাই বইমেলাকে এত ভালোবাসি’। সেই সঙ্গে  তিনি বলেন, ‘সামনেই সরস্বতী পুজো আসছে। এই সময়ের মেলা কমিটি ঠিক করে, মায়ের আরাধনার। পাশাপাশি বইয়ের উপাসনা যেন এখানে হয়। ডিজিটালের যুগ হলেও গত বছর এরা  ব্যবসা করেছিল প্রায় ৩০ কোটি টাকার বেশি। ২৭ লক্ষর বেশি মানুষ এই মেলায় এসেছিলেন। আমার মনে হয় এ বছর সেটা ৫০ লক্ষ, এক কোটি ও পার করতে পারে। এদিনের তাঁর বক্তব্যের শেষের দিকে  জার্মানির প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ‘জার্মান আমার অভিনন্দন, আপনাদের ফুটবলকে দেবেন। ওরা খুবই  জনপ্রিয়। আমরা ফুটবল খুব ভালোবাসি। এখানে অনেক বড় বড় ক্লাব রয়েছে, ফুটবল বিশ্বকাপ ,দেখেন এখানে। সকলে খেলা ভালবাসেন। জার্মানির সঙ্গে নেতাজী সুভাষচন্দ্র বসুর নিবিড় সম্পর্কের কথা  প্রসঙ্গে  তিনি বলেন, জার্মানির সঙ্গে নেতাজীর গভীর সম্পর্ক রয়েছে। নেতাজীকে স্যালুট জানাই’। পাশাপাশি তিনি  আর্জেন্টিনার ও প্রশংসা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আর্জেন্টিনার ফুটবল ভালোবাসি ‘।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *