
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সম্পত্তি দখল নিয়ে পুরানো বিবাদের জেরে ধারালো অস্ত্রের আঘাতে এক যুবকের খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উস্তির উত্তর কুসুম গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম আনোয়ার হোসেন লস্কর(৩৪)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আনোয়ারের পরিবারের সঙ্গে কাকা ইসমাইল লস্করের বাস্তুর জমির দখল নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছে। ওইদিন সন্ধ্যায় দুপক্ষের মধ্যে দখল নিয়ে মারপিট বাধলেও পরে মিটে যায়। অভিযোগ রাত সাড়ে দশটা নাগাদ কাকা ইসমাইল ও তার ছেলে মাজহারুল লস্কর সহ পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে আনোয়ারের উপর চড়াও হয়ে এলোপাতাড়ি কোপায় বলে অভিযোগ। পরে ওই যুবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন ভোরে সেখানে তার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী এক মহিলা সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের রবিবার ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। দেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০