
শমী তরফদার, বাংলার চাণক্য নিউজ,সন্দেশখালি :- পঞ্জিকা মতে এবার বসন্ত পঞ্চমী দু’দিন ধরে হলেও এক সপ্তাহ ধরে নানা অনুষ্ঠানে মেতে উঠল সুন্দরবন অঞ্চল। সুন্দরবন অঞ্চলে মূলত কৃষিজীবী, মৎস্যজীবী এবং শ্রমজীবী মানুষের বসবাস। তাই সারা বছর হাড়ভাঙা কাজের ফাঁকে দুর্গাপূজা ও সরস্বতী পূজাতে তারা একটু আনন্দে মেতে ওঠেন। তাই প্রতিবছরের ন্যায় এবারও সরস্বতী পূজা উপলক্ষে অত্যন্ত সুন্দরবন অঞ্চলের সন্দেশখালি থানার অন্তর্গত দুর্গামণ্ডপ হিমাদ্রি মিশন প্রাঙ্গণে হিমাদ্রি মিশনের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্রেরণা’র আর্থিক সহযোগিতায় শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন অনুষ্ঠানে ৭৫ জনকে কম্বল ২০ জন খুদে পড়ুয়াকে হুডি সোয়েটার, বড়দের ৫ জনকে সোয়েটার এবং ১০ জনকে টুপি দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ‘প্রেরণা’র কর্ণধার ও তারানগর বি.টি.সি. বিদ্যামন্দির-এর শিক্ষক বিনয় মণ্ডল বলেন, “২ ফেব্রুয়ারি রবিবার সরস্বতী পুজোর পুণ্য তিথিতে স্বেচ্ছাসেবী সংস্থা প্রেরণার উদ্যোগে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সন্দেশখালি থানার অন্তর্গত দুর্গামনণ্ডপ মিশন প্রাঙ্গণে শীতার্ত মানুষের হাতে ৭৫ জনকে কম্বল, ২০ জন কচিকাচা ছাত্রছাত্রীকে হুডি সোয়েটার, বড়দের ৫ জনকে সোয়েটার এবং ১০ জনকে টুপি দেওয়া হয়েছে। ভাববেন না আমরা এগুলো দান করছি। আজ আমরা দুর্গামণ্ডপের এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে যত সামান্য শীতবস্ত্র আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা নিজেরাই ধন্য হলাম। আপনারা আমাদের আশীর্বাদ করবেন যেন এভাবেই আমরা চিরকাল আপনাদের সুখে-দুখে আপনাদের পাশে দাঁড়াতে পারি।”
হিমাদ্রি মিশনের সম্পাদক সাংবাদিক হিমাদ্রিশেখর মণ্ডল বলেন, “কিছু শিক্ষক ও ছাত্র মিলিতভাবে তাঁদের নিজস্ব আয়ের একটা অংশ দিয়ে এভাবে যে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন এই জন্য তাঁদের এই মহৎ উদ্যোগকে আমি নত মস্তকে কুর্নিশ জানাই। আমি আশাবাদী, এই সংস্থা আরও অনেক ভালো কাজ করবে। এই ‘প্রেরণা’র আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজসেবার কাজে আরও মানুষ এগিয়ে আসুক। সুন্দরবন অঞ্চলের এইরকম একটি প্রত্যন্ত এলাকায় এসে দুর্গামণ্ডপ গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমি হিমাদ্রি মিশনের পক্ষ থেকে প্রেরণার সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই।”

এছাড়াও এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারানগর বি.টি.সি. বিদ্যামন্দিরের শিক্ষক প্রবীর রঞ্জন মণ্ডল, জয়নগর ইনস্টিটিউট-এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাস হালদার, পাখিরালা হাইস্কুলের শিক্ষক নির্মল কান্তি মণ্ডল, সাতজেলিয়া এমিলি বাড়ি যজ্ঞেশ্বর শিক্ষানিকেতনের শিক্ষক দীপম খাটুয়া এবং প্রাক্তন দুই ছাত্র অমিত কুমার মণ্ডল ও সাইন মোল্লা। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন হিমাদ্রি মিশনের উপদেষ্টা মণ্ডলী সদস্য কমল সরদার। এছাড়া মিশনের সদস্য ফনীন্দ্রনাথ গাইন, সুবোধ সরদার ও নিমাই মাহাতো সহযোগিতা করেন।
সত্তরোর্ধ লিল্টু সরদার বলেন, আজ সরস্বতী পূজা উপলক্ষে এই কম্বল পেয়ে আমাদের বড়ই উপকার হলো। সত্যিই আমরা শীতে বড় কষ্ট পাচ্ছিলাম। আমাদের দুঃখ বোঝার জন্য হিমাদ্রি মিশন ও প্রেরণার সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০