সুন্দরবনের ঝড়খালিতে শুরু হল ‘বাউল ফকির উৎসব-২০২৫’

বিনোদন

হিমাদ্রিশেখর মণ্ডল,বাসন্তী-বাংলার চাণক্য নিউজ :- ১৮ জানুয়ারি শনিবার থেকে প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তীর ঝড়খালিতে শুরু হল ঐতিহ্যবাহী ‘ মুক্ত মঞ্চ বাউল ফকির উৎসব’ ২০২৫, চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এই ২দিন ধরে চলা এই বাউল ফকির উৎসব  এবার ২য় বর্ষে পদার্পণ করেছে। প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের  শুভ সূচনা করেন ঝড়খালি কোস্টাল থানার ওসি সনাতন কর্মকার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল, ঝড়খালি গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপ্না সানা, বন বিভাগের ফরেস্ট বীট অফিসার কৃষ্ণপদ মণ্ডল, বিধান বাইন, শিমুল সরদার, সুশান্ত সানা প্রমুখ। এই উৎসব বর্তমানে সর্বজনীন বাউল ফকির উৎসবে পরিণত হয়েছে। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঝড়খালি হাই স্কুল হেড়োভাঙগা বিদ্যাসাগর বিদ্যা মন্দির মাঠ প্রাঙ্গণে। এই উৎসব কেন্দ্র করে সাজো সাজো রব বাসন্তীর ঝড়খালি  অঞ্চলে । শুধু স্থানীয় এলাকার বাউল শিল্পীরা নয়, এই ফকির উৎসবে অংশগ্রহণ করছেন এই রাজ্যে বিভিন্ন জেলার বাউল শিল্পীরা। এই বাউল ফকির উৎসব উপলক্ষে রকমারি দোকান,ফুড স্টল,সহ দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝড়খালি বাউল ফকির মুক্ত মঞ্চ কমিটি। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *