সোনারপুরে হিমাদ্রি মিশনের উদ্যোগে ‘সাহিত্যের বসন্তউৎসব’ ২০২৫ অনুষ্ঠিত হলো

অন্যান্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সম্প্রতি সোনারপুর ঘাসিয়াড়া মোড়ে বালক সঙ্ঘে  স্বেচ্ছাসেবী সংস্থা হিমাদ্রি মিশনের উদ্যোগে ‘সাহিত্যের বসন্ত উৎসব’ ২০২৫ অনুষ্ঠিত হলো। এবছর এই উৎসব দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। এদিন প্রদীপ প্রজ্বলন এর মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট চিকিৎসক গিরীন্দ্রনাথ মণ্ডল। বঙ্গদর্পণ পত্রিকার বিশেষ সংখ্যা ‘সুন্দরী সুন্দরবন ৪’- এর মলাট উন্মোচন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক কিরণময় ঘোষ। অরণ্যদূত পত্রিকার ‘গঙ্গাসাগর সংখ্যা’র মলাট উন্মোচন করলেন বিশিষ্ট চিকিৎসক গিরীন্দ্রনাথ মণ্ডল।  এদিন অনুষ্ঠানে বক্তারা বলেন কীভাবে নিয়মের কড়াকড়িতে ক্ষুদ্র ও সাময়িক পত্রপত্রিকা প্রকাশ করা ক্রমশ অসম্ভব হয়ে পড়েছে। এইসব সরকারি নিয়ম মানতে গিয়ে আগামী দিনে বহু ক্ষুদ্র পত্রপত্রিকা বন্ধ হয়ে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। এজন্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার কে বিষয়গুলো সহানুভূতির সঙ্গে দেখার জন্য তাঁরা অনুরোধ করেন।
      এদিন অনুষ্ঠানের শুরুতেই  গোলাপ দিয়ে আগত অতিথিদের অভ্যর্থতা জানান পত্রিকার সহ-সম্পাদক শমী তরফদার। সুপর্ণা বসুর সুরেলা কন্ঠে উদ্বোধনী সংগীত উপস্থিত সকলের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন হিমাদ্রি মিশন ও পত্রিকার সম্পাদক হিমাদ্রি শেখর মণ্ডল। এদিন অনুষ্ঠানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট ভাস্কর দীপঙ্কর দত্ত, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর- এর প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট কবি সুশীল মণ্ডল, ভোলাখালি আদিবাসী শিক্ষানিকেতন (উচ্চ মাধ্যমিক)- এর প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল গায়েন, বিশিষ্ট কবি সুচরিতা চক্রবর্তী, প্রাবন্ধিক সুব্রত চট্টোপাধ্যায়, অধ্যাপক বিমল কুমার থানদার, বিশিষ্ট গল্পকার নিতাই পদ মণ্ডল, সাংবাদিক সুজাউদ্দিন গাজী, কবি সহদেব মণ্ডল, গল্পকার হিমাংশু মিস্ত্রি, অমূল্য সমাদ্দার, প্রকাশ মণ্ডল প্রমুখ বক্তারা এদিন বাংলা সাহিত্য নিয়ে তাঁদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। এদিন বক্তারা সকলেই অরণ্যদূত ও বঙ্গদর্পণ পত্রিকার পাশে থাকা অঙ্গীকার করেন। আমিয় রঞ্জন মণ্ডলের কন্ঠে গান সকলকে মুগ্ধ করে। এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিমাদ্রি মিশনের সভাপতি ও অরণ্যদূত ও বঙ্গদর্পণ পত্রিকার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা: গিরীন্দ্র নাথ মণ্ডল। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন অরণ্যদূত ও বঙ্গদর্পণ পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্য ও বলিষ্ঠ সাংবাদিক প্রবীর চক্রবর্তী।

 ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *