সোনারপুর সুপারসানডে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন শিশুশিল্পী সাফল্য দেবনাথ

Uncategorized রাজ্য

প্রদীপ প্রজ্বলন করছেন বিশিষ্ট ফুটবলার প্রতাপ ঘোষ পাশে শিশু শিল্পী সাফল্য দেবনাথ, কিরীটি বিশ্বাস।
ছবি :হিমাদ্রিশেখর মণ্ডল। 

হিমাদ্রিশেখর মণ্ডল, বাংলার চাণক্য নিউজ ডেস্ক, সোনারপুর:, ৯ নভেম্বর :  শনিবার অষ্টমীর সন্ধ্যায় সোনারপুর ঘাসিয়াড়া মোড়ে সোনারপুর সুপার সানডে ক্লাবের ২২ তম বর্ষের জগদ্ধাত্রী পুজোর ফিতে কেটে উদ্বোধন করলেন শিশু শিল্পী সাফল্য দেবনাথ। প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট ফুটবলার প্রতাপ ঘোষ। উপস্থিত ছিলেন সুপার সানডে ক্লাবের প্রধান উপদেষ্টা কিরীটি বিশ্বাস, ক্লাবের সাংস্কৃতিক সম্পাদিকা ঝর্ণা বিশ্বাস প্রমূখ বিশিষ্ট ব্যক্তি বর্গ।
        জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করে শিশু শিল্পী সাফল্য দেবনাথ বলেন, ‘সোনারপুর সুপার সানডে ক্লাবের সকল সদস্যদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার পাশে থাকুন। যাতে আমি অনেক বড় শিল্পী হতে পারি সেই আশীর্বাদ করুন। আমি এখন জি বাংলায় ‘তেতুল পাতা’ সিরিয়ালে অভিনয় করছি। আপনারা সবাই দেখবেন।’  বিশিষ্ট ফুটবলার প্রতাপ ঘোষ বলেন, “সোনারপুর সুপার সানডে মূলত খেলাধুলা করে। কিন্তু গত ২২ বছর ধরে তারা জগদ্ধাত্রী পুজো করছে। আমি চাই সুপার সানডে এই জগদ্ধাত্রী পুজোটা চালিয়ে যাক।’
      সুপার সানডের প্রধান উপদেষ্টা কিরীটি বিশ্বাস বলেন, “সোনারপুর সুপার সানডে ক্লাব মূলত খেলাধুলা করে। খেলার জন্য এই ক্লাবের বহু ফুটবলার আজ চাকরি পেয়েছেন। শুধুমাত্র খেলাধুলা বা জগদ্ধাত্রী পূজা নয়, সারা বছর নানা জনহিতকর কাজ করে সুপার সানডে ক্লাব।”

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *