হাওড়ায় দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের নামফলক লাগানো গাড়ি,মৃত ২

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- গভীরাতে হাওড়ায় এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় চালক সহ  দুজনের মৃত্যু হয়। শনিবার রাত প্রায় ১টা নাগাদ শিবপুরের ফোরশোর  রোডে  দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে থাকা গাড়িটি একটি ট্রেলারে এসে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় দুইজনের।বাকি তিনজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার নাম ফলক ছিল। যদিও বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা সংবাদমাধ্যমকে জানান গাড়িটি তাঁর নয়।
স্থানীয়  সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে চারজনকে নিয়ে গাড়ি চালক মোস্তাক  খাঁন তাঁর আত্মীয়দের নিয়ে বাঁকড়ায় গিয়েছিলেন আর সেখান থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলারে দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটি  পিছনে ধাক্কা মেরে সামনের অংশ ট্রেলারের পিছনে আটকে যায়। এদিকে দুর্ঘটনাগ্রস্ত  মধ্যে আটকে পড়েন যাত্রীরা।খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি ট্রেলারের পিছন থেকে বের করে যাত্রীদের উদ্ধার করে পুলিশ। আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ২জনকে মৃত বলে ঘোষণা করে। বাকি আহত যাত্রীদের চিকিৎসা চলছে।শেষ পাওয়া খবর পর্যন্ত হাওড়া হাসপাতালে মৃত্যু হয় আরও ১জনের নাম সারা মুস্তাক ।ফলে মৃতের সংখ্যা বেড়ে হয় ৩।
ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া শিবপুর থানার পুলিশ।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *