সরকারি আবাসন থেকে উদ্ধার বিডিওর দেহ,তবে কি ঘুমের মধ্যেই মৃত্যু !

রাজ্য

সংগৃহীত ছবি-

বাংলার চাণক্য নিউজ ডে্স্ক:- সরকারি আবাসন থেকে উদ্ধার হল বিডিও গৌতম বর্মন(৩৯)দেহ।ঘটনাটি ঘটেছে আলিপুর দুয়ারের কুমারগ্রামে।আজ সকালে তাঁর আবাসনের দায়িত্বে থাকা কর্মীরা তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে স্থানীয় ব্লক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।তবে ‘কুমারগ্রাম ব্লকের বিডিও গৌতম বর্মনের অস্বাভাবিক মৃত্যু’! আজ সকাল থেকেই এইখবরটা চাউর হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।যদিও পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়. প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অসুস্থতার কারণে তাঁর মৃত্যু। তবে দেহ ময়নাতদন্তের পরে আসল কারণ জানা যাবে ।
বিডিওর পরিবার সূত্রে জানা গেছে,তাঁর বাড়িতে রয়েছেন স্ত্রী ও সন্তান।সেই সঙ্গে আরও জানা গেছে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন গৌতম বর্মন। সেক্ষেত্রে তাঁর চিকিৎসাও চলছিল। গত বছর বেঙ্গালুরুতে চিকিৎসার জন্য যান বিডিও। তারপর থেকে চিকিৎসকের অধীনেই চলছিল তাঁর প্রতিদিনের কাজ। গতকাল রাত থেকে হঠাৎই তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় তাঁকে দ্রুত কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত  চিকিৎসকরা। গৌতম বর্মনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর জানার পরই সেখানে আসেন কুমারগ্রাম থানার পুলিশ। সেই সঙ্গে জেলা এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা। ।পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যা হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।তাঁর মৃত্যুতে প্রশাসনিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *