রবীন্দ্রনগর নাট্যায়ুধের নিজস্ব মঞ্চ আয়না ঘরে ‘বিশ্ব জন রঙ্গ’-এ ‘পঞ্চমবেদ: নাট্যশাস্ত্র কথা’

বিনোদন

হিমাদ্রিশেখর মণ্ডল,বাংলার চাণক্য নিউজ, দমদম :-  সম্প্রতি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে এবং ন্যাশনাল স্কুল অফ ড্রামা (NSD)-এর তত্ত্বাবধানে আয়োজিত ‘২৫ বর্ষ ভারত রঙ্গ মহোৎসব, ২০২৫’-এর অন্তর্গত ‘বিশ্ব জন রঙ্গ’ পর্বে বিশেষ নাট্য প্রযোজনা উপস্থাপিত করল দমদমের ঐতিহ্যবাহী নাট্যদল রবীন্দ্রনগর নাট্যায়ুধ। কোলকাতার রবীন্দ্রনগর নাট্যায়ুধের নিজস্ব স্পেস আয়না ঘর মঞ্চে অনুষ্ঠিত হয় এই বিশেষ নাট্য আয়োজন, যেখানে মঞ্চস্থ হয় ‘পঞ্চমবেদ: নাট্যশাস্ত্র কথা’।
      এই নাটকটির মাধ্যমে ভারতীয় নাট্যশাস্ত্রের উৎপত্তি, তার দর্শন, গুরুত্ব এবং আধুনিক সমাজে তার প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়। নাটকের সূচনা হয় ভরত মুনির প্রতিচ্ছবিতে পুষ্পদানের মাধ্যমে, যা নাট্যশাস্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের এক অনন্য প্রতীক। সেট ডিজাইনে ফুটিয়ে তোলা হয় প্রাচীন ভারতের তপোবনের চিত্র, যেখানে গুরু-শিষ্য পরম্পরায় নাট্যশাস্ত্রের জ্ঞানচর্চার ধারা উঠে আসে।   
      নাটকটির বাংলা রূপান্তর ও নির্দেশনা করেছেন ড. দানী কর্মকার। এতে অভিনয় করেছেন বর্ণালী কর্মকার, মিনু মল্লিক, সবিতা চ্যাটার্জি, বিনায়ক কর্মকার, সোমা মজুমদার ও তন্ময় চক্রবর্তী। তাঁদের দক্ষ অভিনয়, সংলাপ প্রক্ষেপণ এবং শারীরিক অভিব্যক্তির নিখুঁত সংমিশ্রণ নাটকটির গভীরতাকে আরও দৃঢ় করেছে। ব্যাকস্টেজের দায়িত্ব সামলেছেন রাজদীপ সাহা ও ঈশান কর্মকার। নাটকের উপস্থাপনায় ভারতীয় নাট্যশাস্ত্রের ট্রাডিশনাল আঙ্গিক, ক্লাসিকাল মুদ্রা এবং অভিনয়ের নান্দনিক শৈলী ব্যবহৃত হয়েছে, যা দর্শকদের মুগ্ধ করেছে।
       নাটকের সফল উপস্থাপনার পর রবীন্দ্রনগর নাট্যায়ুধের কর্ণধার ড. দানী কর্মকার জানান, “ভারত সরকারের ন্যাশনাল স্কুল অফ ড্রামা বিশ্ব রেকর্ড গড়ার যে উদ্যোগ নিয়েছে, তাকে আমরা সাধুবাদ জানাই। এই মহৎ উদ্যোগের অংশ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সংস্কৃতি মন্ত্রক ও NSD-কে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
        এই নাট্য প্রযোজনা শুধুমাত্র একটি মঞ্চনাটক নয়, বরং ভারতীয় নাট্যশাস্ত্রের মহিমাকে নতুনভাবে আবিষ্কারের এক প্রচেষ্টা। ভারত রঙ্গ মহোৎসবের অংশ হিসেবে এই উপস্থাপনা বাংলা নাট্যজগতের জন্য এক গর্বের অধ্যায় হয়ে থাকল, যা ভবিষ্যতে থিয়েটারের নতুন দিগন্ত উন্মোচনে পথ দেখাবে। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *