
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দেশের মধ্যে প্রথম দশে কোলকাতা মেডিকেল কলেজ। পূর্ব ভারতের এক নম্বরে পশ্চিমবঙ্গের এই শতাব্দী প্রাচীন মেডিকেল কলেজ। মূলত মোট সাতটা বিষয়ের উপর ভিত্তি করে Rank দেয়। ‘ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল Ranking ফ্রেম ওয়ার্ক’ তাদের সমীক্ষা তাই কোলকাতা মেডিকেল কলেজের মুকুটের এবার নতুন পালক। কেন্দ্রীয় এই স্বেচ্ছাসেবী সংস্থা যে সাতটি বিষয়ের উপর ভিত্তি করে Rank দেয় তার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের শিক্ষাগত উৎকর্ষতা ,প্র্যাকটিসের সুযোগ, শিখন পদ্ধতি ,গবেষণা কার্যক্রম।এছাড়াও স্বাস্থ্য প্রতিষ্ঠান ইন্টার্নশিপে কতটা সহযোগিতা করে। এছাড়াও দেখা হয় সমস্ত প্রতিষ্ঠানের প্লেসমেন্ট স্টাডিজি কেমন। ২০২৩ সালে কোলকাতা মেডিকেল কলেজের অবস্থান ছিল ১২ আর এবছর প্রথম ১০ এ ঢুকে পড়েছে কোলকাতা মেডিকেল কলেজ। তালিকায় ৯ নম্বরে ।Ranking অনুযায়ী প্রথম স্থানে রয়েছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স। এক নজরে দেখে নেওয়া যাক- আই আই আর এফ Rankingএ সর্বভারতীয় Rank ২৯ নম্বরে রয়েছে কোলকাতার এসএসকেএম হাসপাতাল, ৩৬ নম্বরে কোলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, ৩৮ নম্বরে স্থান পেয়েছে আর জি কর মেডিকেল কলেজ।
এ বছর রাজ্যের সেরা চিকিৎসক গবেষণা প্রতিষ্ঠানের শেরা শিরোপা কোলকাতা মেডিকেল কলেজ। সেরা স্বীকৃতি দেয় কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর ।গবেষণায় পূর্ব ভারতের সেরা স্বীকৃতি পায় কোলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। পরের স্থানে ছিল কোলকাতার পিজি হাসপাতাল বা এসএসকেএম। পাঁচজন এমবিবিএস পাঠরত ৫জন ছাত্রকে গবেষণার জন্য ৫০ লাখ টাকার আর্থিক অনুদান। ১০ মূল্য মানের মধ্যে ৪ নম্বর পায় মেডিকেল কলেজ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০