সুন্দরবনের পাথরপ্রতিমায় ভয়াবহ বাইক দুর্ঘটনা,মৃত ৩ আহত ১

রাজ্য

প্রতীকী ছবি—–

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পাথরপ্রতিময় ভোর রাতের দিকে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন একজন। তাঁকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছেন।
স্থানীয় ওপুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃতের নাম সুব্রত মন্ডল(২৪), দীপঙ্কর মন্ডল(১৯) ও মোস্তাকিন(৩২)।এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যুবক তাঁর নাম সঞ্জয় মন্ডল(১৯)। আরো জানা গিয়েছে, এরা প্রত্যেকেই উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার রাঘবপুর এলাকার বাসিন্দা। সম্প্রতি দক্ষিণ২৪পরগণার পাথরপ্রতিমায়ের ঠিকাদারের অধীনে গভীর নলকূপ বসানোর কাজে এরা এসেছিলেন। কাজ শেষ হয়ে যাওয়ার পর রথের মেলা দেখে বাড়ি ফিরছিলেন। আর সে সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে, টানা বৃষ্টিতে এমনিতেই রাস্তা পিচ্ছিল ছিল। পাথরপ্রতিমা রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অর্জুন মোড়ের কাছে তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সে সময় রাস্তায় পাশে নর্দামায় ছিটকে পড়ে সকলে ।প্রচণ্ড শব্দ আর তাদের আর্তচিৎকারে স্থানীয় মানুষজন ছুটে এসে সকলে উদ্ধার করেন।পরে ঘটনার খবর পেয়ে  পাথর প্রতিমা থানার পুলিশ এসে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে আহত যুবক সঞ্জয় মণ্ডলকে।তাঁর আঘাত গুরুতর হওয়ায়  তাঁকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে  তিনি  চিকিৎসাধীন ।ঠিক কি কারনে এই দুর্ঘটনাটি ঘটেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ । 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *