ইলিশ ধরতে যাওয়ার আগেই রায়দীঘিতে ট্রলার ডুবি! ক্ষতির পরিমাণ প্রচুর,চিন্তায়  মৎসজীবিরা

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ইলিশের মরসুমে মাছ ধরতে যাওয়ার আগে  ট্রলার ডুবি! জেটিতে বাঁধা ট্রলার হঠাৎই নদীতে  ডুবে গেল। চঞ্চল্য কর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের রায়দিঘির মনি নদীর জেটি ঘাটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলারটি মাছ ধরা জন্য বঙ্গোপসাগরে যাওয়ার উদ্দেশ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছিল ।এর মধ্যে প্রায় চার হাজার লিটার ডিজেল, ইলিশ মাছ ধরার জন্য নতুন জাল এবং প্রচুর বরফ মজুত করা হয়েছিল। আজ ভোর রাতের দিকে রায়দিঘীর মনি নদীতে মা অন্নপূর্ণা ট্রলারটি  নোঙর করে  রাখা ছিল। পাশেই জেঠি ।ওই ট্রলারে থাকা মৎস্যজীবিরা মনে করছেন,জেটির এক পাশ থেকে কিছুটা লোহার রড বেরিয়েছিল সম্ভবত সেই রড  ট্রলারের নিচে ঢুকে গিয়ে বড়  ফুটো হয়ে যায় ।রাতে যখন মৎস্যজীবিরা ঘুমিয়ে ছিলেন সে সময় ট্র্রলারের মৎস্যজীবীরা বুঝতে পারেন ক্রমশ এক পাশে কাত হয়ে যাচ্ছে ট্রলার। জল হুহু করে ঢুকছে। চোখের পলক ফেলতে না ফেলতেই কয়েক মিনিটের মধ্যেই পুরো ট্রলার তলিয়ে  যায়। ঘটনাস্থলটি তীরের কাছে হওয়ায় সকলেই ট্রলার থেকে বেরিয়ে আসেন।  তাদের চিৎকার চেঁচামেচিতে  আশপাশের মানুষজন ছুটে এলেও  তেমন ভাবে সাহায্য সহযোগিতা করতেও পারিনি।কারন তার আগেই তলিয়ে যায় মা অন্নপূর্ণা ট্রলারটি। যদি এই ঘটনায় কেউ আহত না হলেও ক্ষতির পরিমান প্রায়ই লক্ষাধিক টাকার।তবে এই ঘটনায় ট্রলারের মালিক এবং সঙ্গে থাকা  মৎস্যজীবীরা কার্যত দিশেহারা। ইলিশের মৌসুমে এত বড় ক্ষতি।কি করবেন বুঝে উঠতে পারছেন না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা এবং প্রশাসনের যৌথ উদ্যোগে ট্রলারটিকে টেনে তীরের খুব কাছে সরিয়ে আনা হয়।  শেষ পাওয়া খবর পর্যন্ত ট্রলারটিকে  অনেক রশি দিয়ে জেটির সঙ্গে বাঁধা হয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *