আন্ত:রাজ্য গাড়ি পাচার চক্রের খোঁজ পেল পুলিশ,গ্রেপ্তার ৪

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাজ্যে বড়সড়ো মিনি ট্রাক পাচার চক্রের হদিস পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ।উদ্ধার হয়েছে সাতটি মিনি ট্রাক গ্রেফতার এই চক্রের চার পাচারকারী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকা থেকে গাড়ি চোরেরা চার চাকার মিনি ট্রাক একের পর এক চুরি করে পালিয়ে যেতে পাশের রাজ্য ঝাড়খন্ডে। আর সেখানে গিয়ে দ্রুত নাম্বার প্লেট পরিবর্তন করেই বিক্রি করে দিত। এমন ১০টি গাড়ি চুরির অভিযোগ জমা পড়েছিল।এরপরই নড়েচড়ে বসে ব্যারাকপুর কমিশনারেটের একাধিক থানা।

গত ১৪ ই জুলাই ভোরে ঘোলা থানার পুলিশ টহলের সময় সন্দেহজনক গতিবিধির একটি টাটা সুমো আটকায়।সেই গাড়ি থেকে আকাশ শেখ নামে এক ব্যক্তিকে অসংলগ্ন কথাবার্তা শুনেই টহলরত পুলিশকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। আর এতেই গাড়ি পাচার চক্রের বড়সড়ো হদিশ মেলে। তারপরেই মোট সাতটি ছোট ট্রাক উদ্ধার করে পুলিশ।

 আরো জানা গেছে, এখন পর্যন্ত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে এটি ১০ টি গাড়ি চুরির অভিযোগ রয়েছে, এরমধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারের সাতটি গাড়ি ঝাড়খন্ড থেকে উদ্ধার হয়েছে। বাকি গাড়িগুলির খোঁজ চালাচ্ছে পুলিশ । শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের সেন্ট্রাল ইন্দ্রবদন ঝাঁ জানান গত ১৪ জুলাই ভোরের দিকে ঘোলা থানার মুড়াগাছা মোড় এলাকা থেকে একটি লাল রঙের টাটা সুমো গাড়িতে বসে থাকা মালদার বাসিন্দা আকাশ শেখকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাঙা থানার এলাকা থেকে ধরা পড়ে, রামপ্রসাদ সাহা ও অমিত সাহা নামে দুই অভিযুক্ত। সেই সঙ্গে মোহনপুর থানা এলাকা থেকে সমসউদ্দিন শেখ ওরফের মাসুদ কে গ্রেপ্তার করে পুলিশ। ডিসি আরো জানান, চক্রটি মূলত ব্যারাকপুর কমিশনারেটের নিমতা ,বাসুদেবপুর, খড়দা, নিউ ব্যারাকপুর ও বাগুইআটি  থানা এলাকা থেকে গাড়ি চুরি করত। তবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ টিমের অভিজ্ঞ তদন্তকারীরা এই ঘটনার একেবারে শিকড়ে পোঁছাতে ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে দেশের আর কোন কোন রাজ্যে এই গাড়িগুলি  চুরি করে বিক্রি করত তার সন্ধান পেতে চাইছেন।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *