
প্রতীকী ছবি——-
বাংলার চাণক্য নিউজ ডেস্ক :- একেবারে নিঃশব্দেই কোলকাতার জনবহুল এলাকার এটিএম থেকে গায়েব হয়ে গেল লক্ষ লক্ষ টাকা ! দক্ষিণ কোলকাতার সার্ভে পার্ক থানা এলাকায় এই ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে। কোলকাতার দক্ষিণশহরতলির যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামের কাছেই এসবিআই এটিএম থেকে লক্ষ টাকা চুরির অভিযোগ। শুক্রবার রাতেই খবর পায় পুলিশ। যাদের যাদের টাকা খোয়া গিয়েছে তাঁরাও থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
অভিযোগ শুক্রবার রাতে যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামে ঠিক উল্টোদিকে এটিএম থেকে টাকা তুলতে যান বলাই সর্দার নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ এটিএম মেশিনে কার্ড দেওয়ার পরই বেশ কিছুক্ষণ সেটি আটকে যায়। অনেক চেষ্টার পর হেল্পলাইনে ফোন করে সেখান থেকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী তিনি তা করেন। যদিও শেষ পর্যন্ত কার্ড না বের করতে পেরে বাড়ি চলে যান তিনি। আর এরপরেই ঘটে যায় অঘটন ।
তাঁর একাউন্ট থেকে তিনবার ধাপে ধাপে মোট ২৫ হাজার টাকা তোলার মেসেজ এসেছে বলে অভিযোগ। মেসেজ পাওয়ার পর তিনি এটিএম এ যান।এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযোগ আরো বেশকিছু লোকজনের টাকা খোয়া গিয়েছে বলে জানা গিয়েছে।সার্ভে পার্ক থানায় বেশ কিছু লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০