
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। আর তার জেরে উত্তর থেকে দক্ষিণবঙ্গে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে চরম সতর্কতা ও।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার কোলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্নাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপর থেকে ঘূর্ণাবর্ত্য উত্তর ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর ফলে বাংলায় টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগণায়। সেই সাথে উত্তর ২৪ পরগনা ,দুই মেদিনীপুর ,বাঁকুড়া, পুরুলিয়া ,ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল সোমবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা জারি রয়েছে। কোলকাতা ,দক্ষিণ২৪পরগণা,উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম অন্য জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার আবার ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।সেই সাথে উত্তরবঙ্গের ৮ জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে। রবিবার, সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে কেবলমাত্র আলিপুরদুয়ারে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০