
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পাথরপ্রতিমায আবারো কুমির ঢুকে পড়ল পুকুরে । গত ১লা জুন কুমির দেখা গিয়েছিল ব্রজ বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ছোট রাক্ষসখালিতে। আর সোমবার আবারো সেই পুকুরে দেখা মিলল কুমির।
জানা গেছে, পুকুরে পাড়ে দাঁড়িয়ে ছিলেন স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা।তাঁরা দেখেন জলে কুমির ভাসছে। তখনই তাঁরা চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতীবেশীরা ছুটে আসেন। পরে বনদপ্তরকে পুরো ঘটনাটি জানায়।
উল্লেখ্য এই পাথর প্রতিমার ছোট রাক্ষসখালির বাসিন্দা হরিহর বেরার।পেশায় তিনি কৃষক। তাঁর পুকুরে গতএকমাস আগেই দেখা মিলেছিল কুমির। বনদপ্তরের উদ্যোগে তা ধরা পড়েছিল। ঠিক একমাস পর আবারো সেই পুকুরে কুমির ঢুকে পড়ল! হরিহর বাবুর পুকুর জগদ্দল নদীর পাড় থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। তাঁর বাড়ির পুকুরে আবারো একই ঘটনা ঘটলো।যদিও বনদপ্তরের তৎপরতায় কুমিরটি ধরা পড়ে। বনদপ্তর সূত্রে জানা গেছে প্রায় বারো ফুট লম্বা স্ত্রী কুমির। তবে একই পুকুরে বারবার কুমির ঢুকে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
হরিহর বাবুর পুকুরের ধারে কাছে কেউ ঘেঁসছেন না স্থানীয় বাসিন্দারা। কিছুটা হলেও আতঙ্কে রয়েছে স্থানীয়রা। তবে আরও আশপাশে কুমির আছে কিনা সেও বিষয়গুলো খতিয়ে দেখেছেন বনদপ্তরের কর্মীরা।পাশাপাশি বনদপ্তর সূত্রে জানা গেছে,গতকাল ধরাপড়া স্ত্রীকুমিরটি সারারাত পর্যবেক্ষনে রাখা হয়ে ছিল আজ সুন্দরবনের কলসদ্বীপ সংলগ্ন নদীতে অথবা চুলকাটির জঙ্গলের দিকের নদীতে ছাড়া হবে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০