
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে স্টেশন লাগোয়া একাধিক দোকান পুড়ে ছাই। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিন শাখার মগরাহাট স্টেশনে। এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার শাখায় ট্রেন চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল ।দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আজ ঈদের দিন হওয়ায় ভিড় ছিল মগরাহাট স্টেশনে। প্রত্যক্ষদর্শীর জানান দুপুরের দিকে হঠাৎই তিন নম্বর প্লাটফর্মের এক দোকানে থেকে ধোঁয়া বের হতে থাকে,মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ঘেষাঘেষি ঝুপড়ি দোকান হওয়ায় নিমেশের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, চারিদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। স্থানীয়রাই প্রথমে বালতি বালতি জল এনে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে। প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর পাওয়া গিয়েছে রেল পুলিশ সূত্রে। পাশাপাশি এই ঘটনায় হতাহতের কোন খবর নেই বলে জানা গিয়েছে। পরে ট্রেন চলাচল শুরু হয়।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০