
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নদী বাঁধ ভাঙ্গনের সমস্যা বহুদিনের ।আর সেই ভাঙ্গনের ফলে জমি ,বাড়ি একের পর এক চলে যাচ্ছে নদীগর্ভে ।সব খুইয়ে একেবারে নিঃস্ব আশ্রয়হীন হয়েছেন বহু মানুষ।
প্রতিবছর বাঁধ ভেঙে একের পর এক প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। বর্ষা শুরু হলেই চিত্রটা আরো প্রকট হয়। বিশেষ করে মুর্শিদাবাদ ,মালদা। ইতিমধ্যে মাস্টার প্ল্যান নিয়ে উদ্যোগ নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় প্রশ্নত্তর পর্বে জানান রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। সেই সাথে তিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য না পাওয়ার বিষয়টিও তুলে ধরেন।
নদীবাঁধ ভাঙন নিয়ে তাই সমস্যার স্থায়ী সমাধানের জন্য দীর্ঘদিন দাবি করে আছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তার কোন সমাধান আজ পর্যন্ত হয়নি। বিভিন্ন মন্ত্রীরা এলাকা পরিদর্শনের পর সাধারণ মানুষকে শুধুই আশ্বাসের বাণী শুনিয়েছে।তবে বিশেষ পরিকল্পনার কথা এই দিন বিধানসভায় জানান।
এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিরোধীদল বিজেপি বিধায়ক গোপাল সাহা, নদীবাঁধ ভাঙ্গন নিয়ে প্রশ্ন করেন। তার উত্তরে সেচ মন্ত্রী মানস ভূঁইয়া নদীর ভাঙ্গনে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছেন। পাশাপাশি আরো বলেন, ‘নদীবাঁধ ভাঙনের ফলে বিভিন্ন জেলায় হাজার হাজার মানুষ জমি,বাড়ি ,স্কুল হারাচ্ছে। তাদেখার পরও কেন্দ্র টাকা দিচ্ছে না। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মালদা এবং মুর্শিদাবাদের ভাঙন রুখতে বিশেষ পরিকল্পনা নিয়েছেন। সেই সঙ্গে বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের সরকারকে বলুন টাকা দিতে’।
তবে এদিন বিশেষ পরিকল্পনা কিভাবে কবে তা বাস্তবায়িত হবে সে বিষয় নিয়ে তিনি এদিন ব্যাখ্যা করেননি।

ADVT

ADVT


ADVT


ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০