‘যতদিন যাচ্ছে সাগরদ্বীপে বিদ্যুতের চাহিদা তত বাড়ছে’ বললেন,- বিদ্যুৎ মন্ত্রী

রাজ্য

তোতন দাস, বাংলার চাণক্য নিউজ, গঙ্গাসাগর :- বিগত বছরের সমস্ত রেকর্ড তবে কি এবারের গঙ্গাসাগর মেলা ২০২৫এর পুণ্যার্থী সংখ্যার নিরিখে ভাঙতে চলেছে। ১২ই জানুয়ারি রাজ্য তরফে জানানো হয় ৪২ লক্ষ পুণ্যার্থী স্নান করেছে ।১৩ই জানুয়ারি আজ গঙ্গাসাগরে সাংবাদিক বৈঠকে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ৫৫ লক্ষ ছাড়িয়েছে। এদিনের গঙ্গাসাগরে সাংবাদিক বৈঠকে  উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, আবাসন, যুব কল্যাণ ও ক্রিড়া বিভাগের মন্ত্রী অরূপ বিশ্বাস। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী পুলক রায়। অগ্নি নির্বাপন ও জরুরী পরিষেবা বিষয়ক বিভাগের মন্ত্রী সুজিত বোস। সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী মানস ভূঁইয়া, খাদ্য ও সরবরাহ বিভাগের মন্ত্রী রথীন ঘোষ। পরিবহন বিভাগ  স্নেহাশিষ চক্রবর্তী। মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, সহ-সভাপতি দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ শীমন্ত মালি। দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও প্রমূখ ।

এদিন সাংবাদিক বৈঠকে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, সোমবার বিকেল চারটির মধ্যে ৫৫ লক্ষের বেশি পুণ্যার্থী গঙ্গাসাগরে এসে স্নান করে চলে গেছেন। ১৪ ই জানুয়ারি মকর সংক্রান্তি পূর্ণ স্নানের সময় আগামীকাল সকাল৬টা- ৫৮ মিনিট থেকে  বুধবার সকাল ৬টা ৫৮মিনিট পর্যন্ত।আগামীকাল সকাল থেকে ভিড় বাড়বে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে তিনি বলেন,

যত দিন যাচ্ছে সাগরদ্বীপে বিদ্যুতের চাহিদা তত বাড়ছে। তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, যেখানে ২০১১ সালে বিদ্যুৎ লোড ছিল ২ মেগাওয়াট। পুরোটাই জেনাটার দিয়ে সরবরাহ করা হতো। আর বর্তমানে সেই লোড দাঁড়িয়েছে ৪৭ মেগাওয়াট। পাশাপাশি তিনি  ই পরিচয়-বিষয়ে বলেন, এটি একটি কিউবার কোড। রিস্ট ব্যান্ড যা বয়স্ক ও শিশু তীর্থযাত্রীদের দেওয়া হচ্ছে। যা কেউ হারিয়ে গেলে খুঁজে পেতে সাহায্য করবে।
ই অনুসন্ধান বিষয়ে তিনি বলেন, বিশেষ ডিজিটাল পদ্ধতিতে কিউ আর কোড এর মাধ্যমে মেলা সংক্রান্ত যেকোনো তথ্য এখন তীর্থযাত্রীদের হাতের মুঠোয়। পানীয় জল শৌচালয়, এটিএম পরিষেবা, স্বাস্থ্যকেন্দ্র সন্ধান,  বাস -লঞ্চ এবং অন্যান্য যানবাহনের সময় সারণী, পার্কিং সংক্রান্ত যাবতীয় সব তথ্য। এবং পথ নির্দেশিকা পাওয়া যাচ্ছে এই ব্যবস্থার মাধ্যমে। সেই সঙ্গে তিনি জানান বন্ধন বিষয়ে। সাগর সঙ্গমে পুণ্য স্নানের স্মৃতি অক্ষয় করে রাখতে তীর্থী যাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে নিজের ছবি সম্বলিত শংসাপত্র এবার পেয়ে যাচ্ছেন বন্ধন নামের ফটো বুথে। সাগরের সর্বমোট বন্ধন ফটো বুথের সংখ্যা ১৩ টি। এখন পর্যন্ত প্রায় ৪লক্ষ পুণ্যার্থী ছবি সম্মলিত শংসাপত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি তিনি বলেন এখন পর্যন্ত মেলায়  ৪৬ টি পকেটমারির ঘটনা ঘটেছে। যার মধ্যে ৪০ টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে।  ৪২ জনকে বিভিন্ন অপরাধ মূলক জনিত কারণে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত মেলায় হারিয়ে যাওয়া ৮৫৩ জন তীর্থযাত্রীর মধ্যে প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় ৮০৩ জন তীর্থযাত্রীকে তাদের পরিজনদের খুঁজে পেতে সমর্থ হয়েছেন।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুনন:-৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *