ঈদ উপলক্ষে ‘প্রেরণা’র  পক্ষ থেকে সুন্দরবনের বাসন্তীতে বস্ত্র বিতরণ

রাজ্য

হিমাদ্রিশেখর মণ্ডল, বাসন্তী বাংলার চাণক্য নিউজ :-  প্রেরণা পরিবারের সদস্যরা আজ পৌঁছে যায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের কলতলা এবং ভাঙনখালি গ্ৰামে। ঈদের উপহার এবং শুভেচ্ছা নিয়ে ২০০ জন অসহায় সংখ্যালঘু ভাইবোনদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। প্রেরণার সদস্যদের হাত থেকে নতুন পোশাক পাওয়ার পর অসহায় শিশু থেকে বৃদ্ধ সকলের মধ্যে ছিল খুশি এবং আনন্দময় উচ্ছাস, যা প্রেরণার সদস্যদের আপ্লুত এবং গর্বিত করেছে। অসহায় মানুষের সেবা করা এবং তাদের পাশে থেকে বেঁচে থাকার প্রেরণা তৈরি করাই হলো প্রেরণার সদস্যদের একমাত্র লক্ষ্য। প্রেরণার সদস্যরা এই লক্ষ্যে অবিচল থেকে জেলায় জেলায়, ব্লকে ব্লকে অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাবে এবং বেঁচে থাকার প্রেরণা তৈরি করবে। প্রেরণার সদস্যরা প্রান্তিক মানুষের সেবা করতে ৩৬৫ দিন খোলা আকাশের নীচে থেকে রাস্তায় থাকবে।
     প্রেরণার কর্ণধার বিনয় মণ্ডল জানিয়েছেন, ঈদ উপলক্ষে আগামী ২৯ মার্চ গোসাবা ব্লকের তারানগরে মুসলিম পাড়ায় ইদের উপহার বিতরণ করা হবে প্রেরণার পক্ষ থেকে। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *